IQNA

ভিডিও| বাংলাদেশী কিশোর ক্বারির মনোমুগ্ধকার তিলাওয়াত

লিবিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় সুললিত কণ্ঠের অধিকারী বাংলাদেশের কিশোর ক্বারি "সালেহ আহমদ তাকরিম"এর তিলাওয়াতের একটি ভিডিও সামাজিক মিডিয়ায় প্রকাশিত হয়েছে।

আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় এই তরুণ ক্বারি শীর্ষ স্থানে উত্তীর্ণ হয়েছেন। তিনি এই প্রতিযোগিতায়ায়  সূরা আহজাবের ৬০ থেকে ৬৪ নম্বর আয়াত তিলাওয়াত করেন। তার তিলাওয়াতের ভিডিওটি "ইকনা"র দর্শনার্থীদের জন্য প্রকাশ করা হল।

ئِنْ لَمْ يَنْتَهِ الْمُنَافِقُونَ وَالَّذِينَ فِي قُلُوبِهِمْ مَرَضٌ وَالْمُرْجِفُونَ فِي الْمَدِينَةِ لَنُغْرِيَنَّكَ بِهِمْ ثُمَّ لَا يُجَاوِرُونَكَ فِيهَا إِلَّا قَلِيلًا، مَلْعُونِينَ أَيْنَمَا ثُقِفُوا أُخِذُوا وَقُتِّلُوا تَقْتِيلًا، سُنَّةَ اللَّهِ فِي الَّذِينَ خَلَوْا مِنْ قَبْلُ وَلَنْ تَجِدَ لِسُنَّةِ اللَّهِ تَبْدِيلًا، يَسْأَلُكَ النَّاسُ عَنِ السَّاعَةِ قُلْ إِنَّمَا عِلْمُهَا عِنْدَ اللَّهِ وَمَا يُدْرِيكَ لَعَلَّ السَّاعَةَ تَكُونُ قَرِيبًا، إِنَّ اللَّهَ لَعَنَ الْكَافِرِينَ وَأَعَدَّ لَهُمْ سَعِيرًا


কপটাচারীরা এবং যাদের অন্তরে ব্যাধি রয়েছে এবং যারা মদীনায় গুজব ছড়ায় তারা যদি নিবৃত্ত না হয় তবে অবশ্যই আমরা তোমাকে তাদের ওপর আধিপত্য দান করব; অতঃপর তারা কয়েকদিন ভিন্ন এতে (এ শহরে) তোমার প্রতিবেশী হিসেবে থাকতে পারবে না; তারা প্রত্যাখ্যাত (ও অভিশাপে জর্জরিত) হবে, যেখানেই তাদের পাওয়া যাবে সেখানেই তাদের পাকড়াও করা হবে এবং তাদের কঠোরভাবে হত্যা করা হবে। এটা আল্লাহর বিধান (রীতি), যারা গত হয়েছে তাদের ক্ষেত্রেও (কার্যকর হয়েছিল) এবং আল্লাহর বিধানে তুমি কোন পরিবর্তন পাবে না। তারা তোমাকে কিয়ামত স¤¦ন্ধে জিজ্ঞেস করে। তুমি বল, ‘এর জ্ঞান কেবল আল্লাহরই আছে’; তুমি কি জান? হয়ত কিয়ামত নিকটবর্তী।’  আল্লাহ অবিশ্বাসীদের ওপর অভিসম্পাত করেছেন এবং তাদের জন্য প্রজ্বলিত শিখা (জাহান্নাম) প্রস্তুত রেখেছেন।

4147616

 

captcha